তামিমের ৯০০০ অতিক্রম

বিডিমেট্রোনিউজ আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন তামিম ইকবাল। রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৯ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন দেশসেরা বাঁহাতি এই ওপেনার।

 

মাইলফলক ছুঁতে এদিন ১৫ রান প্রয়োজন ছিল তামিমের। ওপেনিংয়ে নেমে ব্যক্তিগত দ্বিতীয় বলে রানের খাতা খোলার পর তৃতীয় বলে বাউন্ডারি হাঁকান তামিম। ১৫ রানে পৌঁছতেও বাউন্ডারি হাঁকান। দৌলত জাদরানের ওভারপিচ বলকে ফুলটস বানিয়ে লেগ সাইডে ফ্লিক করে বাউন্ডারি হাঁকান।

 

তামিম বেশ সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন। ৮ ওভার শেষে তামিমের ব্যক্তিগত রান ২৩ বলে ২১। উদ্বোধনী সঙ্গী সৌম্য সরকারকে (০) হারালেও বিচলতি হননি তামিম। টেস্টে তামিম ইকবালের রান ৩১১৮। ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৭৩৪। আর টি-টোয়েন্টিতে ড্যাশিং এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১১৫৪ রান।

 

তামিমের পর ৮৩২৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ৭২৭৩ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। এরপর আছেন মোহাম্মদ আশরাফুল (৬৬৫৫) ও হাবিবুল বাশার (৫১৯৪)।

 

Print Friendly, PDF & Email

Related Posts