পঙ্কজ শরণ রাশিয়ার রাষ্ট্রদূত

বিডি মেট্রোনিউজ ।। বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণকে রাশিয়া ফেডারেশনে দেশটির নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। তিনি অল্প সময়ের মধ্যে তার দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল ভরতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পঙ্কজ শরণ তার বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে মস্কো, ওয়াশিংটন, কায়রো ও জেনেভায় ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন।

তিনি এর আগে বাংলাদেশে ১৯৮৯ থেকে ১৯৯২ পর্যন্ত ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ বিভাগের উপসচিব ও যুগ্ম সচিব (উত্তর) ছিলেন।

তিনি দু’বার প্রেষণে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ, জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পরিচালক এবং ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত যুগ্ম সচিব ছিলেন।

Print Friendly, PDF & Email

Related Posts