অর্থনীতিতে নোবেল পেলেন ব্রিটিশ অর্থনীতিবিদ

মেট্রো নিউজ : ব্যয়, দারিদ্র ও কল্যাণ নিয়ে মৌলিক গবেষণার স্বীকৃতিস্বরূপ এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যানগাস ডেটন। সোমবার স্টকহোমের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সাইন্স তার নাম ঘোষণা করে।

১৯৪৯ সালে স্কটল্যান্ডের এডিনবার্গে জন্ম নেয়া এই ব্যষ্টিক অর্থনীতিবিদ বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করছেন। তার বাবা পেশায় খনি শ্রমিক ছিলেন।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র উভয় দেশেরই নাগরিকত্ব রয়েছে ডেটনের। প্রিন্সটনে যাওয়ার আগে ক্যামব্রিজ ও ব্রিস্টনে অধ্যাপনা করেছেন তিনি। ক্যামব্রিজ থেকে

পিএইচডি ডিগ্রিধারী এই অর্থনীতিবিদ উন্নয়নশীল বিশ্বকে বিদেশি সহায়তা দেয়ার একজন কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
ঘোষণা সময় নোবেল কমিটি থেকে বলা হয়, ‘ডেটনের গবেষণা ব্যষ্টিক, সমষ্টিক উন্নয়ন অর্থনীতিতে অবদান রেখেছে।’ স্টকহোম থেকে তাকে পুরস্কার পাওয়ার কথা জানানোর বিষয়ে তিনি বলেন, ‘আমি একই সাথে আশ্চর্য ও আনন্দিত হয়েছি।’
পুরস্কার হিসেবে ৮ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন ডেটন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে সাত কোটি টাকা। সূত্র: দ্য টেলিগ্রাফ
Print Friendly, PDF & Email

Related Posts