এভারেস্টের উচ্চতা কমেছে!

বিডিমেট্রোনিউজ ডেস্ক বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা কি কমেছে? নেপালে বছর দুয়েক আগে ভূমিকম্পের পর এমন একটি দাবি উঠেছিল বিজ্ঞানী মহল থেকে।

 

এই দাবি সত্য কি না, তা যাচাই করতে ময়দানে নামছে সার্ভে অফ ইন্ডিয়া। আগামী দু’মাসের মধ্যেই তারা একটি দলকে পাঠাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করতে। এদিন একথা জানিয়েছেন সার্ভেয়ার  জেনারেল স্বর্ণ সুব্বারাও।

 

বিশ্বের এই সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৪৮ মিটার (২৯,০২০ ফুট)। উনিশ শতকের মাঝামাঝি বাঙালি গণিতজ্ঞ রাধানাথ শিকদার সফলভাবে এভারেস্টের উচ্চতা মেপেছিলেন। দু’বছর আগে ভূমিকম্পের জন্য এভারেস্টের উচ্চতার হেরফের হওয়ার দাবি করেন কয়েকজন বিজ্ঞানী। তারই প্রেক্ষিতে ভারতীয় সর্বেক্ষণ সংস্থার এই অভিযান।

Print Friendly

Related Posts