বানর দত্তক নিল অনাথ কুকুরছানা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ছোট্ট কুকুরছানা। মা, বাবা নেই, কালোকোলো ছানাটি একা একাই ঘুরছিল রাস্তায়। হঠাৎ তার দিকে নজর পড়ে এক বাড়ির ছাদ থেকে আর এক ছাদে লাফিয়ে বেড়ানো এক বানরের। এক লাফে নীচে নেমে এসে সে কোলে তুলে নেয় ছানাটিকে!

উত্তরপ্রদেশের এলাহাবাদে এমনই আজব ঘটনা ঘটেছে। সারাক্ষণ কুকুরছানাটিকে কোলে নিয়ে বেড়াচ্ছে ওই বানর। ছানাটিও বিনা আপত্তিতে দিব্যি রয়েছে তার কোলে। সাধারণ মানুষ দেখে শুনে তাজ্জব বনে যাচ্ছেন। সভ্য মানুষের জগতে এমনভাবে মা বাপহীন, অনাথ শিশুর পাশে এসে দাঁড়ানোর নজির কম। কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্তরের দুই পশু যেভাবে পরস্পরের প্রতি সহমর্মিতা দেখিয়ে একসঙ্গে থাকতে শুরু করেছে, তা অবার করেছে সকলকে। অনেকে আবার এগিয়ে এসে খাবারদাবারও দিচ্ছেন তাদের।

দেখুন, বানর ও কুকুরছানার একসঙ্গে থাকার ভিডিও

https://www.youtube.com/watch?v=_n-zwcM9BC4

Print Friendly

Related Posts