বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ।। চৌধুরী আশিকুর রহমান লাভলু

আলমগীর কবির পলাশ ।। দেশের সকল রাষ্ট্রযন্ত্র বিশেষ করে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন,ও দুদক আজ সম্পূর্ণ স্ব‍াধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, যা একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্রেই সম্ভব। মহাজোট সরকারই তা বাস্তবায়ন করতে পেরেছে বলে অভিমত ব্যক্ত করেন ঢাকা মহানগর ৩৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চোধুরী আশিকুর রহমান লাভলু।

তিনি বলেন, যুদ্ধাপরাধীর বিচারসহ স্পর্শকাতর সকল অপরাধের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করা হচ্ছে, শুধু বিএনপি জামায়াত নয়, সরকার দলীয় নেতাকর্মীদের দূর্নীতির ও অপরাধের বিচার হচ্ছে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর জাতীয় নির্বাচনসহ, সিটি কর্পোরেশন নির্বাচন কোনো প্রকার ত্রুটি ছাড়াই সম্পন্ন হয়েছে, যা সঠিক গণতন্ত্রচর্চার ফসল।

বিশ্বব্যাংক, জাতিসংঘ ও উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, গড় মাথাপিছু আয় ও বার্ষিক জিডিপি বৃদ্ধি পেয়েছে, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রের উন্নয়ন আজ দৃশ্যতর বলেও জানান চৌধুরী আশিকুর রহমান লাভলু।

তিনি বলেন, যারা এসব দেখেও দেখেনা, জনগণের স্বার্থে নয় ব্যক্তির স্বার্থে রাজনীতি করে, তারাই নিছক বিরোধীতার স্বার্থে বলে থাকে দেশে গণতন্ত্র নেই। সফলতার স্বীকৃতি দেওয়ার রাজনীতি থেকে রাজনৈতিক নেতারা এখন বেরিয়ে এসেছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত মহাজোট সরকারের সফলতাকে ভয় পায় তাই দেশে ও বিদেশে অপপ্রচার চালাচ্ছে, দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে।

তৃণমূলের বিপ্লবী এই নেতা বলেন, শত বাধা সত্ত্বেও পদ্মা সেতুর মূল অংশের কাজ শুরু হয়েছে, যা শেখ হাসিনা সরকার তথা সমগ্র বাঙ্গালি জাতির এক অনন্য অর্জন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে।

Print Friendly, PDF & Email

Related Posts