আমের আগাম মুকুল

বিডিমেট্রোনিউজ ডেস্ক কথায় আছে ‘রেশম আর আম। এই নিয়েই মালদার নাম।’

 

গরমের আভাস মিলতেই মালদার আমের ফলন নিয়ে শুরু হয়ে যায় গবেষণা। এই বছর মালদার আমের ফলন ভালো হওয়ার কথা। তার ওপর এই বছর অনুকূল পরিবেশের জন্য প্রায় এক মাস আগেই এসে গেছে আমের মুকুল। এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

 

আমচাষি থেকে শুরু করে উদ্যানপালন বিভাগের কর্তারাও রেকর্ড পরিমাণের আমের ফলন আশা করছেন।

 

তাদের অমুমান, এবার সব ঠিকঠাক থাকলে সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়ে তিন লক্ষ মেট্রিক টন আম উত্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Print Friendly

Related Posts