কলকাতায় হানিমুনের সাত সেরা ঠিকানা

বিডিমেট্রোনিউজ ডেস্ক বিয়ে মানেই হানিমুন মাস্ট৷ আর তার পরই চোখের সামনে ভেসে ওঠে প্যারিস কিংবা গ্রিসের ছবি৷ কিন্তু আর্থিক সঙ্গতির অভাবে অনেকেই গিয়ে উঠতে পারেন না এসব জায়গায়৷ চিন্তার কিছু নেই৷ আপনার বাড়ির দোরগোড়াতেই রয়েছে কিছু অসাধারন ‘হানিমুন স্পট’৷  যেখানে ট্যাঁকের কড়ি বেশি খরচা না করেও রাজা-রানীর মতন থাকার স্বাদ পেতে পারেন আপনিও৷

 

itachuna

ইটাচুনা রাজবাড়ি-

হুগলির অন্যতম হেরিটেজ বিল্ডিং এটি৷ সিনেমা, সিরিয়াল শ্যুটিং এবং হানিমুনের জন্য রাজবাড়ির কুন্দন পরিবার ১৪টি ঘর ভাড়া দিয়ে থাকেন৷ শতবর্ষ পুরোনো আসবাবপত্রের সঙ্গে পেয়ে যাবেন সুস্বাদু বাঙালি খাবার৷ শান্ত, নিস্তব্ধ নিরালা এই পরিবেশ আপনার হানিমুনকে আরও বেশি প্রেমময় এবং স্মরনীয় করে রাখবে৷ দূর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর এই জায়গাটির বর্গী দঙ্গা নামেও বিখ্যাত৷

ভাড়া: প্রতি রাতে ১,৫০০টাকা৷

 

bawali1

বাওয়ালি রাজবাড়ি-

শহর থেকে একটু দূরে দক্ষিন চব্বিশ পরগনার বজবজে রয়েছে এই রাজবাড়ি৷ চারটে ঘর পর্যটকদের জন্য নতুন করে নির্মান করা হয়েছে৷ প্রায় ৩০০ বছরের পুরোনো রাজবাড়ি এটি৷ পুলসাইডে বসেই আপনি ডিনার বা লাঞ্চে পেয়ে যাবেন ঐতিহ্যবাহী মন্ডল পরিবারের বিখ্যাত সমস্ত ফুডরেসিপিস৷

ভাড়া: প্রতি রাতে ৭,৫০০টাকা৷

 

Balakhana-Rajabari

বলখানা রাজবাড়ি-

একটু অন্যরকম মেজাজে সঙ্গীকে নিয়ে সময় কাটাতে চাইলে চলে যান কৃষ্ণনগরের নদীয়ায়৷ হানিমুন কাপলদের জন্য এক চমকপ্রদ বিষয় এখানের কিং সাইজ বেড৷ মেহগিনি কাঠের তৈরি এই বিছানাটি প্রায় ২৪০বছরের পুরোনো৷ আরও একটি আকর্ষনীয় বিষয় ওই পরিবারের বয়োজ্যেষ্ঠ্য ব্যক্তিরা ওই রাজবাড়ির সমস্ত ঘটনা শোনায়৷

ভাড়া: প্রতি রাতে ৩,৫০০টাকা

 

Cossimbazar-Rajbari

কসিমবাজার রাজবাড়ি-

বিয়ের পর আপনার সঙ্গীর সঙ্গে গিয়ে ২দিনের জন্য ঘুরে আসতেই পারেন মুর্শিদাবাদে৷ রায় পরিবার এখনও এই জায়গায় জমিদারী করছে৷ রাজবাড়ির তরফ থেকে হানিমুন কাপলদের জন্য রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা রয়েছে৷ পর্যটকদের স্টেশন থেকে নিয়ে যাওয়ার এবং পৌছে দেওয়া সহ রয়েছে খাওয়ারের ব্যবস্থাও৷

ভাড়া: প্রতি রাতে ১,৩৫০টাকা

 

saino-Heritage-Guest-House

সাইনো হেরিটেজ গেস্ট হাউস-

কলকাতা থেকে একটু দূরে পাহাড়ের কোলে গাছপালা ঘেরা জায়গায় গিয়ে আপনি কাটিয়ে আসতেই পারেন দুদিন৷ খরচ মাত্র ১৬০০৷ দার্জিলিং-এর ঠান্ডা আমেজে সঙ্গীকে সঙ্গে করে হানিমুনকে আরও রোমান্টিক করে তুলতে এই জায়গাটির জুড়ি মেলা ভার৷ রং বেরং-এর ফুলের বাগান আর ফোয়ারের মাঝে বসে ক্যান্ডেল লাইট ডিনার করে হানিমুনকে আরও রোমান্টিক করতেই পারেন আপনি৷

ভাড়া- প্রতি রাতে ১,৬০০টাকা

Print Friendly

Related Posts