গোলাম কিবরিয়া পিনু
রান্নার ঝাঁঝারির মধ্যে আমাদের বাংলাভাষা
বাংলাভাষা বিদ্যুৎ পায় না, আলো পায় না
গরাদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে।
মাথা ও ডানা ঈগল পাখির মতো
দেহ সিংহের মতো
এরকম জন্তুর খপ্পড়ে পড়ে বাংলাভাষা কাতরাচ্ছে!
বাংলাভাষাকে আঁচড় দেওয়া হচ্ছে
তীব্রব্যথা নিয়ে দুর্দশার মধ্যে আমাদের রাষ্ট্রভাষা!
আমাদের সরাকরি ভাষা!
বাংলাভাষা কাকে আঁকড়ে ধরবে?
রাষ্ট্রকে? সরকারকে? রাজনৈতিক নেতাকে?
সাংস্কৃতিক কর্মীকে? লেখক কে?
মনে হচ্ছে – কেউ নেই!
প্রচণ্ড দুঃখ, তীব্র শোক ও মর্মপীড়া নিয়ে
বাংলাভাষা একাকী কাঁদছে!
বাংলাভাষা কি চূর্ণনযোগ্য – গুঁড়ো হয়ে পড়বে?
পানির তলায় বাংলাভাষা
ছোটো ছোটো ডুবুরি পাখিরা
পানির তলায় বাংলাভাষাকে বাঁচিয়ে রাখছে।
মৃৎশিল্পীরা ভয়ে যেন নিজের ভাষাকে
মৃৎপাত্রে উৎর্কীণ করতে পারছে না!
কত শ্যামলিমা ও সবুজ পত্রপুঞ্জ
নিজস্ব ভাষায় সজীব ও তেজোদীপ্ত হয়ে উঠবার কথা
কিন্তু পারছে না – অক্সিজেন নেই!
এঁটেল পোকারা ক্ষতিসাধনের জন্য
কতদিন হলো বাংলাভাষার ওপর নাচছে –
তারা নাচতে নাচতে তাদের মাদকতার মধ্যে
এলোমেলো করতে চাইছে বাংলাভাষাকে!
ছোটো ছোটো ডুবুরি পাখিরা
কতদিন বাংলাভাষাকে বাঁচিয়ে রাখবে?