বসন্তের হাওয়ায়

সাইদুর রহমান তরফদার

 

শীতের চাদর ঝেড়ে ফেলে রাজ বসন্ত এলো
কোকিল, ময়ূর নানা পাখি ফুল বাগানে গেলো।
বসন্তের মৃদু হাওয়ায় ফুটছে নানান ফুল
প্রজাপতির আনাগোনায় খাচ্ছে শিশু দুল।

 

বসন্তের হাওয়ায় মাতে সবুজ বাংলাদেশ
ষড়ঋতুর আমার দেশের নেই তো রূপের শেষ।
শিমুল ডালে রক্ত মাখা টুকটুকে লাল ভরা
মৌমাছিরা মধুর নেশায় ছুটছে সেথায় তারা।

 

কাঁঠালের মুচি, আ¤্র মুকুল মৌ মাতানো ঘ্রানে
রাজ বসন্তের মৃদু হাওয়ায় গুন গুন করে প্রাণে।
এই ফাগুনে কৃষ্ণচূড়ায় লাগছে যেন আগুন
ফুলের ঘ্রানে আকুল করে ভ্রমরের গুন গুন।

 

বাঁশ বাগানে জোনাক পোকার যেন তারার মেলা
দক্ষিণ হাওয়ায় ছন্দ পাওয়ায় করছে তারা খেলা।
সবুজ শ্যামল বাংলা আমার রূপের ছড়াছড়ি
অতিথি সব পাখির মেলায় বাগান গেছে ভরি।

 

জোছনা রাতে এই বসন্তে গোল্লা ছুটের খেলা
হরেক রকম সদাই নিয়ে গ্রামে বসে মেলা।
ভালবাসার অগ্নিঝরা বাসন্তি হাওয়ায় মেতে
তোমার রূপের বর্ণনা সব মনে নিলাম গেঁথে।

Print Friendly, PDF & Email

Related Posts