নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই

গোলাম কিবরিয়া পিনুর কবিতা

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!
তারপরও –
প্রেমের নদীটি শুষ্ক হয়ে থাক
আমিও চাই না,
মহানন্দা থেকে দমোদর পর্যন্ত অন্তত
মূলস্রোত ঊর্মিমুখর থাকুক
নদীতীর ও সমুদ্রতট থাকুক জলপূর্ণ।

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!
তারপরও –
ভালোবাসা আছে বলে
বীজতলা-মুকুলোদগম-পুষ্পসজ্জা
শোকযাত্রার পরও গর্ভমোচনের আনন্দ!
ডানাওয়ালা হিংস্রপাখির পাখসাটে আহত হওয়ার পরও
পাথরে ও কাঁকুরে মাটিতে ফলিয়েছি শস্য।
ত্রসরেণু আর ধুলো মেখে
অগ্নিদগ্ধপ্রান্তর পার হয়েছি আমিও
নিজের আকাশে দেখেছি আকাশদিউটি।

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!
তারপরও –
হতবুদ্ধির মধ্যেও
বেদনার মধ্যেও
স্ববিরোধীতার মধ্যেও
ভালোবাসায় অন্তঃশীলা হয়েছি –
ঘৃণা দূরে সরিয়ে রেখে বিবেকবুদ্ধিতে জেগে আছি
এবং আত্মত্যাগের মহিমা নিয়ে প্রসন্ন হয়েছি।

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!
তারপরও –
ভালোবাসার উষ্ণতা অস্বীকার করিনি
কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও বিমূর্ত করে রাখিনি
হৃদয় দিয়ে হৃদয় অনুভব করেছি
কষ্ট দিয়ে কষ্ট অনুভব করেছি
চরম মূল্যও দিয়েছি বৈশাখের খরতাপে
শুষ্ক বেলাভুমিতে।

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!
তারপরও –
ভালোবাসা দুর্বুদ্ধির আঁধার ও শয়তানের বাক্স ভেবে
ব্যবহার করিনি,
অনুভূতি ও আবেগের জায়গায় দাঁড়িয়ে থেকে
তন্ময় হয়েছি
যদিও এর অনেকটা প্রহেলিকাময়
বোধের অগম্য,
তারপরও সেই রহস্যের মধ্যে থেকে
মানসিক-শারীরিক-স্নায়ু-বিদ্যুতের খেলা খেলেছি।

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!
তারপরও –
ভালোবাসা বিবেকবুদ্ধির মধ্যে বেঁচে থাকে
দীর্ঘস্থায়ী হয়,
বিবেকবুদ্ধি না থাকলে হতে হয়
খুনী-কপটকবুতর-একচক্ষু হরিণ
জিঘাংসায় লম্পট –
ঘৃণায় আসক্ত হয়ে বেড়ে যায় অন্তর্ঘাত
ভালোবাসা হয় ক্ষতবিক্ষত!

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!
তারপরও –
ভালোবাসা কামনায় – বাসনায় – চেতনায় – বস্তুগত মিলনে
আর মানবিক সম্পর্ক প্রসারিত করতে
এই মৃত্তিকায় সপ্তমুখী জবা হয়ে ফুটি
চান্দ্রমাসে আমিও আলোকিত হই, তুমিও হও
বৃষ্টিমুখর হই – দুকূলপ্লাবী হই।

 

নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই!
নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই!

Print Friendly, PDF & Email

Related Posts