নির্বাচিত কবিতাসহ বইমেলায় তমিজ উদদীন লোদীর দুটি বই
বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আশির দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী তমিজ উদদীন লোদীর ‘নির্বাচিত কবিতা’ বেরিয়েছে । দীর্ঘ চার দশকের লেখালেখি থেকে নির্বাচিত তার কবিতা থেকে বাছাইকৃত বইটি বের করেছে ঢাকার খ্যাতিমান প্রকাশনা ‘অনন্যা’।
বইটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ ।
তার নতুন কাব্যগ্রন্থ ‘আনন্দময় নৈরাশ্য ও ইস্পাত মানুষেরা ‘ বের করছে ঢাকার প্রকাশনা সংস্থা ‘দেশ পাবলিকেশন্স’। এ বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর ।
তমিজ উদদীন লোদীর শুরুটা সত্তর দশকে হলেও তিনি বিকশিত আশির দশকে । তিনি আশির দশকের অন্যতম প্রধান কবি হিসেবেই চিহ্নিত। জীবন যাত্রার পরিবর্তন, বিজ্ঞানের নতুন আবিস্কার, সমাজ রাষ্ট্রধারণার পরিবর্তনের সাথে কাব্য ভাষার যে পরিবর্তন ঘটে গেছে, সেটিই তার কবিতা ধারণ করেছে।
তার কবিতা কেবলমাত্র অর্থহীন শব্দ কতোগুলো ধ্বনির সমাহার কাব্য বলে রচিত নয়, যুক্ত হয়েছে নির্মাণ মনস্তত্ত্ব। শুধু মনতুষ্টিতে যত্নময়ী নয়, বরং তার কবিতা লাভ করেছে এক নতুন গদ্য লিরিক এবং নিরেট গদ্য বিস্তার।
নানা তত্ত্বের সংমিশ্রণে দর্শন, বিজ্ঞান, ইতিহাস চেতনা এবং সমাজ রাষ্ট্র মানব হিতৈষী, ব্যক্তির স্বাধীনতা ঘোষণা করেছে দ্ব্যর্থহীন ।
ফ. ইলিয়াস