রুবাইয়াত ॥ কাজী রিয়াজুল ইসলাম
এক
সুরা-পেয়ালা নেই এখন আর ভেসে গেলো সময়স্রোতে,
সাকীরাও তো পায় না ইনাম পালালো তাই মহাক্রোধে।
রঙ্গমহল শূন্য খাঁখাঁ নেই সেখানে নাচের আসর,
বাদশাহ-উজির, বেগম-বাইজী আজ বয়সের অবরোধে।
দুই
রঙ্গমহল আঁধার এখন দেয়ালের রঙ গেছে চটে,
নেই সেখানে বাইজী-বাদক আতরের ঘ্রাণ আর না ছোটে।
হেথার ফুর্তি খুব ক্ষণিকের ভেবেও ছিলাম আসবো ফিরে,
আসবো আসবো করছি কতোই এখন কালের সাগরতটে।
তিন
ও রঙ্গিয়া রাঙা বধূ একটু তোমার ছোঁয়া পেলে,
জানি নাতো কেমন কেরে মনটা উড়ে পখনা মেলে।
মহান প্রভুর আজব খেলা তোমার মাঝেই আছে বহু,
মাঝে মাঝে সৃষ্টি নিয়ে তাই ভাবি সব কাজই ফেলে।
চার
এই যে বিশাল হৃদয়-মাঠটা ছিলো খাঁখাঁ মুরুভূমি,
এখন সেটি পুষ্পকানন আবাদ করে গড়লে তুমি।
আজি প্রভুর খাসদয়াতে সেথা অনেক পাখি ডাকে,
ছুটে চলা বাতাস বাজায় নানান ঝঙ্কারে ঝুমঝুমি।