বিডিমেট্রোনিউজ ॥ অন্যরকম একটি বই চিরায়ত কিশোর কবিতা। এই বইয়ে সংকলিত হয়েছে মনে রাখার মতো সেই সব অসাধারণ কবিতা, যেগুলো আমরা পড়েছি স্কুল ও কলেজের পাঠ্য বইয়ে- শৈশবে, কৈশোরে এবং তরুণ বেলায়। সে সব কবিতার সম্পূর্ণ বা আংশিক এখনও মনে পড়ে, মন ভরে যায় আনন্দে। কিছু আবার ভুলেও গেছি।
এ কবিতাগুলো এক সাথে, এক বইয়ে পাওয়াও কঠিন। পাঠ্যবইয়েও অনেক কবিতা নেই।
এইসব কবিতায় যেমন আছে সুশিক্ষা, তেমনই আছে পাঠের অনাবিল আনন্দ। ছেলেমেয়েরা স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিয়োগিতায় আবৃত্তি করার জন্যে মনমতো একটি প্রিয় কবিতা অনেক সময়ই খুঁজে পায় না। এই বই দিতে পারে তাদের সেই প্রিয় কবিতাটি।
প্রতিটি অবসরে একা একা অথবা পরিবারের অন্যদের নিয়ে আবৃত্তি করার জন্যেও এই ধ্রুপদী কবিতাগুলো চমৎকার। প্রতিটি শিক্ষিত পরিবারের বুক সেলফে এই বই থাকা বাঞ্ছনীয়। স্কুল, কলেজ ও পাবলিক লাইব্রেরিতেও কি থাকা উচিত নয় এই বই? জলপথে কী স্থলপথে কিংবা আকাশপথে ভ্রমণের সময় এই বই-ই হতে পারে পাঠকের , পাঠিকার প্রিয় সাথী, তা তিনি যে বয়সেরই হোন না কেন।
এই সব দিক বিবেচনা করে, কর্তব্য জ্ঞানে নির্ণায়ক প্রকাশ করেছে এই বই।
সম্পাদনা করেছেন কবি অসীম সাহা। কিশোর ও কিশোরী পাঠকের মন ভরাতে শিল্পী ঢালী তমাল পাতায় পাতায় এঁকে দিয়েছেন রঙিন ছবি। ভালো লাগবে নিশ্চয়ই বড়দেরও।
অমর একুশে গ্রন্থমেলায় ৫০৪ নম্বর নির্ণায়ক স্টলে বইটি পাওয়া যাচ্ছে।। সাড়াও পড়েছে খুব।
বইটির মূল্য ২৫০ টাকা।