তাদের কথা বলি

সাইদুর রহমান তরফদার

 

বসন্তের হাওয়ায় মিশে আসে ফাগুন মাস
ফাগুন মাসের আগমনে বাড়ে দীর্ঘশ্বাস।
বায়ান্নতে এই ফাগুনে জীবন গেল কত
কিসের নেশায় জীবন দিল ছাত্র-চাষা যত।

জীবন দিয়ে শহীদ হলো বাংলা যাতে মিলে
তাদের ঋণ শোধ হবে কী ফুলের ডালিও দিলে?
তাদের ত্যাগের বিনিময়ে বাংলায় কথা বলি
বাংলায় হাসি, বাংলায় গাই, বাংলার পথে চলি।

পল্লীগীতি, ভাওয়াইয়া ভাটির টানে গান
বিশ্ব মাঝে কোথায় আছে এমন প্রাণের টান।
ভাটির টানে ঢেউয়ের তালে মাতৃভাষা আজ
সারা বিশ্বে মাতৃভাষার ছড়ায় কারুকাজ।

ভাষার জন্য প্রাণ দেওয়া যে পৃথিবীতে বিরল
বীর বাঙ্গালী হবেই জয়ী হোক না যতই সরল।
২১ ফেব্রুয়ারী  যে শুনিয়েছিল বাণী
সেই সূত্রে বাঙ্গালী আজ স্বাধীন জাতি জানি।

বীর সেনানী সেই শহীদদের মাগফেরাতের আশায়
সব বাঙ্গালী এক হয়েছে মনের ভালাবাসায়।
তাইতো আজ সবাই মিলে শহীদ মিনারে চলি
খালি পায়ে সম্মান দেখাই তাদের কথা বলি।

Print Friendly, PDF & Email

Related Posts