পিঁপড়া খেয়ে জীবন রক্ষা!

মেট্রো নিউজ : অস্ট্রেলিয়ার দুর্গম এক মরুভূমিতে ছয় দিন ধরে নিখোঁজ এক ব্যক্তিকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। নিখোঁজ থাকাবস্থায় তিনি কালো পিঁপড়া খেয়ে জীবন রক্ষা করেন। পুলিশ একথা জানায়।
পার্থের প্রায় ৯৫০ কিলোমিটার উত্তরপূর্বে ওয়েস্ট অস্ট্রেলিয়ান গোল্ডফিল্ডের লাভার্টনের কাছে শুটার্স শেক ক্যাম্পে যাওয়ার সময় গত ৭ অক্টোবর রেগ ফগার্ডি (৬২) নিখোঁজ হন। তিনি শিকারের উদ্দেশ্যে বের হয়েছিলেন।
তিনি ক্যাম্পে ফিরে আসতে ব্যর্থ হওয়ায় তার পরিবারের সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ অনুসন্ধান কাজ শুরু করে এবং তিনি যেখান থেকে নিখোঁজ হন সেখান থেকে ১৫ কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করা হয়।
গোল্ডফিল্ড পুলিশ সুপারিনটেনডেন্ট অ্যান্ডি গ্রেটউড জানান, ফগারডি শেষ দু’দিন ধরে একই গাছের নিচে বসে ছিলেন। তার কাছে কোন পানি ছিল না। তিনি কালো পিঁপড়া খাচ্ছিলেন। এভাবেই তিনি বেঁচে ছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, স্থানটি ছিল অত্যন্ত গরম। এমন অবস্থা যে, সেখানে বেশীর ভাগমানুষই বাঁচে না।
উদ্ধারের সময় ফগারডি মারাতœক পানি শূন্যতায় ভুগছিলেন। কিছুটা বিভ্রমে ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন বসছেন ও কথাও বলছেন।

Print Friendly, PDF & Email

Related Posts