বিডি মেট্রোনিউজ || প্রোজেক্ট যাই হোক না কেন, প্রচারে ঠিক নজর কাড়তে জানেন তিনি। নিন্দুকরা বলেন, প্রচারেই অ্যালবামের অর্ধেক বিক্রি করাতে পারেন। বাকিটা রিলিজ়ের পর। এবারও অনেকটাই তা করে দেখালেন রিহানা।
সম্প্রতি মুক্তি পেয়েছে পপ সিঙ্গার রিহানার পরবর্তী অ্যালবাম “ANTi”-এর প্রোমো। আর অ্যালবামের পঞ্চম প্রোমোতে বাথটবে নগ্ন হয়ে ধরা দিলেন রিহানা।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাথটবে নগ্ন রিহানা। ধীরে ধীরে জনপ্রিয় এই গায়িকা ডুবে যাচ্ছেন বাথটবের জলে। দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেন রিহানা। আর তারপর থেকেই তা ভাইরাল।