ফলাফল পর্যন্ত কেন্দ্রে থাকার নির্দেশ বিএনপির

বিডি মেট্রোনিউজ || পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে অবস্থান নিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বুধবারের ভোটের ফলাফলকে নিজেদের অনুকূলে নিতে সরকার নীল নকশা নিয়েছে। বিরোধী দলের প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীসহ ভোটারদের ভয় পাইয়ে দিতে পুলিশ-র‌্যাব যৌথ অভিযান চালাচ্ছে।
তিনি বলেন, ভোটের দিনে যাতে জনগণ ভোট দিতে না যায় সেই কেরামতি দেখানোর জন্য এই অভিযান চালানো হচ্ছে। এসব চক্রান্ত নিশ্চিহ্ন করে দিয়ে ভোট দিতে হবে। ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে।
Print Friendly, PDF & Email

Related Posts