শাহরিয়ার সোহেল এর কবিতা
মাধবী…বাইরে যেও না
মাধবী…
আজ তুমি বাইরে যেও না
বাইরে প্রচণ্ড বৃষ্টি
বৃষ্টিতে ভিজে যাবে তুমি
তোমার শরীরের মিহি কাপড়
ভিজে লেপ্টে যাবে আলুথালু হায়
অসংখ্য নাগরের চোখ হা-ভাতে হাড়ির ক্ষুধা
আমার বড্ড হিংসা হবে, মাধবী
বৃষ্টিতে ভিজে তোমার এ রোমাঞ্চকর শরীর
আর মনের উৎফুল্লতা কেউ উপভোগ করুক
আনন্দে আপ্লুত হোক-তা চাই না আমি
আলেকজান্ডার পুশকিনের মতো বলতে পারবো না
‘আমি তোমায় ভালবাসি, যা মৃত্যুতেও অনস্বীকার্য
আমি তোমায় যে রূপ ভালবাসি
ও…বিধাতা, অন্যরাও তোমাকে সেই রূপ ভালবাসুক’
আমি বলতে পারবো না, মাধবী
আমার বড্ড কষ্ট হবে
বৃষ্টিতে তুমুল ভিজলে
জ্বর হবে তোমার, ঠাণ্ডা লেগে যেতে পারে
তার চেয়ে তুমি চুল ছেঁড়ে দিয়ে কাঁচের জানালায়
দাঁড়িয়ে অথবা ইজি চেয়ারে বসে দোল খেয়ে
দেখতে পারো বৃষ্টির অপরূপ শোভা
আর তোমার বাড়ির সামনের দোতলা থেকে
আমি দেখবো তোমায়…
দুখঃগুলো
দুঃখগুলো যখন জমা হয় থরো থরো
কেঁদো না
বুকের গভীর কষ্ট ঢেলে দাও কবিতায়
কাউকে পাবেনা সঙ্গী
কবিতা ছাড়বে না তোমাকে
তোমার খুব মন খারাপের দিন
কবিতা দেবে আশ্রয়
বাংলাদেশকে ধরে রেখেছে বঙ্গোপসাগর
কেঁদো না
হালকা হয়ে যাবে দুঃখ
দূঃখের অনলে পুড়ে জেগে ওঠো পুণর্বার…