বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আবার পাহাড়ধসে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার জঙ্গল ছলিমপুরে এ পাহাড়ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুঁইয়া।
ইউএনও জানান, জঙ্গল ছলিমপুর এলাকাটি দুর্গম। টানা বৃষ্টির কারণে ভোররাতে সেখানে পাহাড়ধসে একটি বাড়ি ওপর পড়ে। বাড়িতে পাঁচজন ছিলেন। তাঁরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
নিহতরা হলেন রাবেয়া, তাঁর মেয়ে সামিয়া ও লামিয়া, বিবি ফাতেমা ও ইউনুছ।
মূলত ছিন্নমূল ও দরিদ্র পরিবারের লোকজনই এখানে ঘর বানিয়ে বসবাস করতেন। বাসিন্দারা সেখানকার এলাকাগুলোকে ‘সমাজ’ নামে অভিহিত করে থাকে। তিন নম্বর সমাজে এ দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত ঘুমের মধ্যে এ ঘটনা ঘটে।
সাগরে নিম্নচাপের কারণে গত বুধবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে।
এর আগে মধ্য জুনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনাইশসহ কয়েকটি উপজেলায় প্রবল বর্ষণে পাহাড়ধস ও ঢলে নিহত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর রাঙ্গুনিয়ায় ৫৮০টি পরিবার, চন্দনাইশে ৫০ পরিবারকে ঝুঁকিপূর্ণ পাহাড় ও এর আশপাশ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।