আদিলুরকে ঢাকায় ফেরত

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের মানবাধিকারবিষয়ক সংগঠন ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খানকে দিনভর মালয়েশিয়ার বিমানবন্দরে বসিয়ে রাখার পর রাতে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

‘অধিকার’-এর একজন পরিচালক নাসির উদ্দিন এলান এ খবর নিশ্চিত করেছেন।

ফ্রি মালয়েশিয়া টুডে নামে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অধিকারের সম্পাদক আদিলুরকে বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে আটক করেন। পরে তাঁকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রাখা হয়।

মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে একটি সেমিনারে অংশ নিতে মালয়েশিয়ায় গিয়েছিলেন আদিলুর। তাঁকে আটকের নিন্দা জানিয়ে মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুরা রাকায়াত মালয়েশিয়ার (সুয়ারাম) নির্বাহী পরিচালক সেভান ডোরেইসামি গতকাল এক বিবৃতিতে বলেন, কেন আদিলুর রহমানকে আটক করা হয়েছে, তা সকাল ১০টা পর্যন্ত জানাতে পারেননি ইমিগ্রেশন কর্মকর্তারা।

বিদেশি কোনো মানবাধিকারকর্মীর বিরুদ্ধে মালয়েশিয়া পুলিশের এমন আচরণ নতুন নয়। গত মাসে সিঙ্গাপুরের মানবাধিকারকর্মী হ্যান হুই হুইকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক কর্মী জোশুয়া অং ও ইন্দোনেশিয়ার মানবাধিকারকর্মী মুগিয়ানতো সিপিনকেও মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

বিবিসি

Print Friendly, PDF & Email

Related Posts