চিকুনগুনিয়া রোগের চিকিৎসা ও পরামর্শ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে চিকুনগুনিয়া রোগের চিকিৎসা ও পরামর্শ নিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।
ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়া নিয়ে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠান সকলে একযোগে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত হেনা আহমেদ হাসপাতাল এবং আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের আওতায় পরিচালিত নগর মাতৃসদন (বাড়ী নং-১১, রোড নং-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা) নগর স্বাস্থ্য কেন্দ্র-১ (বাড়ী নং-৯২, রোড নং-১২, সেক্টর-১০, উত্তরা, ঢাকা) নগর স্বাস্থ্য কেন্দ্র-২ ( বাড়ী -কবর স্থান সংলগ্ন, রোড ১০/এফ, সেক্টর-৪, উত্তরা,ঢাকা) নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ ( বাড়ী নং ২৩৫/২৩৬, দারোগাবাড়ী , মধ্য ফায়দাবাদ, দক্ষিণখান, ঢাকা) নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ (বাড়ী নং ৪২৪, দক্ষিণ গাওয়াহির, নৈইম উদ্দিন রোড, দক্ষিণখান, ঢাকা) নগর স্বাস্থ্যকেন্দ্র-৫ (বাড়ী নং- ক- ১৩১/৪, কাজীবাড়ী মসজিদ রোড, কুড়িল, ঢাকা) নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, (বাড়ী ৩২৫, আইনুচবাগ, কলেজ রোড, দক্ষিণখান, ঢাকা) হতে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত রোগীদেরকে বিনামূলে চিকিৎসা সেবা (প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ঔষধ) ও প্রযোজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

এছাড়া নগর মাতৃসদন হতে দিন রাত ২৪ ঘন্টা ০১৭৮৫৮০২৯৩৬ নম্বর থেকে চিকুনগুনিয়া রোগ সম্পকিত তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

Print Friendly

Related Posts