বিডি মেট্রোনিউজ || বিএনপির বিকল্প নয়াপল্টন। ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়া গেলে ওইদিন রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার বিকেলে একথা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেন ব্নিপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে না হলে ৫ জানুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে চায় বিএনপি। সংঘাতের পরিবর্তে শান্তির জন্যই নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। তবে তারা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার ওপর জোর দিচ্ছেন বলে জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।
এ দুই জায়গার কোথায়ও অনুমতি না পেলে বিএনপি কী করবে এমন প্রশ্নে রিজভী বলেন, তা ৫ তারিখেই জানানো হবে। সরকার ও প্রশাসনের জবাবের অপেক্ষায় রয়েছে বিএনপি একথা জানিয়ে রিজভী বলেন, নেতাকর্মীরা গুরুত্বের সঙ্গে জনসভার প্রস্ততি নিচ্ছেন।
আওয়ামী লীগ হঠাৎ করে ৫ জানুয়ারি বিএনপির ঘোষিত স্থানে কর্মসূচি দিয়ে সংঘাত-সংঘর্ষের দিকে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির কর্মসূচি ‘বানচাল’ করতেই ক্ষমতাসীনরা এ পথে গেছেন অভিযোগ করে রিজভী বলেন, এর মাধ্যমে আওয়ামী লীগের দেউলিয়াত্ব ফুটে উঠেছে।