বিডিমেট্রোনিউজ, ঠাকুরগাঁও ॥ জেলা প্রশাসক নিজেই খেতে নামলেন। ঠাকুরগাঁওয়ে কৃষকের সঙ্গে কাদা মাটিতে ধানের চারা রোপণ করলেন।‘ডিসি সাহেব’ নিজে ধানের চারা লাগাচ্ছেন শুনে দেখার জন্য ছুটে আসেন আশে-পাশের সাধারণ মানুষ ।
গতকাল বুধবার দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুপ্রাণিত করতেই কৃষকের সঙ্গে ধানের চারা রোপণে খেতে নেমে পড়েন তিনি।কাদা মাটিতে নিজ হাতে ধানের চারা রোপণ করেন।
বন্যায় ঠাকুরগাঁওয়ে অনেক ফসলি জমি প্লাবিত হয়। এতে বিনষ্ট হয় খেতের পর খেত। সেই সকল ক্ষতিগ্রস্ত এলাকার ফসলি জমি পরিদর্শন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় তিনি কৃষকদের কাজ করতে দেখে অনুপ্রাণিত করতে নিজেই খেতে নেমে যান এবং ধানের চারা রোপণে অংশ নেন।
জেলা প্রশাসককে খেতে ধানের চারা রোপণ করতে দেখে অবাক হয়েছেন এলাকার সাধারণ মানুষ । বিষয়টি এখন এলাকার মানুষের মুখে মুখে আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। জেলা প্রশাসকের ধানের চারা রোপণের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, হঠাৎ বন্যায় ঠাকুরগাঁও জেলার অনেক রোপা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের নিদের্শনা এসেছে এসময় কৃষকের পাশে দাঁড়ানোর জন্য। তাই কৃষকদের অনুপ্রাণিত করতে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছিলাম।
এ সময় মাঠে জেলা প্রশাসকের সঙ্গে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কে এম মাউদুদুল ইসলাম। পরে জেলা প্রশাসক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় করেন। সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছেন বলে কৃষকদের আশ্বস্ত করেন ।