বিডি মেট্রোনিউজ ॥ নিখোঁজ মৎস্য অধিদপ্তর তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতির সভাপতি নাজমা বেগমকে পাওয়া গেছে। রাজধানীর মৎস্য ভবন থেকে বৃহস্পতিবার বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। শনিবার অসুস্থ অবস্থায় দুপুরে তাকে তার দক্ষিণ বনশ্রীর বাসায় নিয়ে যান এলাকারই এক মহিলা।
মৎস্য অধিদপ্তরে কর্মরত উচ্চমান সহকারী নাজমা বেগমের (৫০) মেয়ে রাবেয়া সুলতানা সুমি শনিবার রাতে বলেন, এক মহিলার সহায়তায় দুপুরে তার মা বাসায় যান। এসময় তিনি প্রায় আচেতন ছিলেন; কথা বলতে পারছিলেন না।
“ওই মহিলা তার বাসা থেকে একটু দূরে গলির মাথায় মাকে পান বলে জানিয়েছেন। তবে মা সেখানে কীভাবে আসেন বা কারা সেখানে তাকে ফেলে যায় তা জানতে পারিনি।“মা কথা বলতে পারছেন না; আটকে যাচ্ছে।”
তাকে পাওয়ার পরপরই চিকিৎসকের কাছে নেওয়া হয় জানিয়ে সুমি বলেন, “ডাক্তার মাকে দেখে ওষুধ দিয়েছেন এবং কয়েকদিন পুরো বিশ্রাম থাকার পরামর্শ দিয়েছেন।”