বিডি মেট্রোনিউজ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি আর নেই। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে গনিকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ জানুয়ারি তাকে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরদিন রাত থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
গনির তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তাদের মধ্যে একজন এখনও বিদেশে রয়েছেন। আর এ গনি জিয়াউর রহমানের শাসনামলে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন। আর এ গনির মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে আর এ গনির মরদেহ শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার ধানমন্ডির বাসায় (এইচ ৮২৩, আর: ৯/এ) রাখা হবে। মরহুমের প্রথম জানাজা আজ বাদ জুম্মা সাতমসজিদ রোডস্থ ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।