বিডি মেট্রোনিউজ॥ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদকে। ৭৪ বছর বয়সী রফিক আজাদের বৃহস্পতিবার রাতে ‘ব্রেইন স্ট্রোক’ হয়। তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রফিক আজাদের শ্যালিকার ছেলে দেলোয়ার হাফিজ রোমিও শুক্রবার বিকালে এসব তথ্য জানান। তিনি জানান, ‘ভাত দে হারামজাদা’ কবিতার জন্য বিখ্যাত এই কবি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। তার কিডনি এবং ফুসফুসেও সমস্যা আছে।
রোমিও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত আড়াইটার দিকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়।
শুক্রবার বিকাল ৩টার দিকে রফিক আজাদকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
ষাট ও সত্তরের দশকে বাংলা কবিতার যে ধারা তাতে রফিক আজাদ ব্যতিক্রমী ও বিশিষ্ট নাম। সুবিধাবঞ্চিত ও ক্ষুব্ধ মধ্যবিত্ত সমাজের যোগ্য কাব্যপ্রতিনিধি হিসেবে তাকে চিনতে ভুল হয় না। তার কবিতাগুলো কেবল নিজত্বচিহ্নিত নয়, এক ধরনের প্রতিবাদও বটে। খুব অল্পসংখ্যক কবিই তার মতো উচ্চারণ করতে পারেন সত্য শব্দ। বলতে পারেন ‘ভাত দে হারামজাদা…।’ এমন তীব্র পঙ্ক্তিমালা পৃথিবীর যে কোনো ভাষার কাব্য ইতিহাসে বিরল, যা কবিতার মানচিত্রকে নতুনভাবে চিহ্নিত করে, ভাবতে শেখায়।