‘আসল বিএনপির’ গাড়িতে আগুন

বিডি মেট্রোনিউজ ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পোড়ানো হয়েছে ‘আসল বিএনপির’ একটি কভার্ড ভ্যান। রোববার বিকালে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের কাছে ওই গাড়ি পোড়ানোর জন্য বিএনপিকর্মীদের দায়ী করেছেন কামরুল হাসান নাসিমের সমর্থকরা।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেছেন, “কারা এই আগুন লাগিয়েছে, পুলিশ তা তদন্ত করে দেখছে।”

বছর খানেক আগে খালেদা জিয়াকে ‘বাদ দিয়ে’ নিজেকে ‘আসল বিএনপি’র নেতা দাবি করেন নাসিম, যাকে ‘সরকারের দালাল’ বলছেন বিএনপি নেতারা। সম্প্রতি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েছিল নাসিমের সমর্থকরা। রোববারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘কর্মসূচি’র জন্য ওই কভার্ড ভ্যানে করে শব্দযন্ত্র নেওয়া হচ্ছিল।

কভার্ডভ্যানে থাকা সাউন্ড অপারেটর মো. টিপু বলেন, “বিকালে আসল বিএনপির নেতা কামরুল হাসান নাসিমের ৪০-৫০ জন সমর্থক নয়া পল্টন কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কথা ছিল।

“সেই অনুযায়ী আমরা শিল্পকলা একাডেমি থেকে এদিকে আসছিলাম। আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের কাছাকাছি আসার পর বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে একদল হামলা চালায়। তারা মারধর করে সবাইকে তাড়িয়ে দেয় এবং পরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।”

আগুনে গাড়িতে থাকা সাউন্ড বক্স এবং ‘আসল বিএনপি’র কাগজপত্র পুড়ে গেছে।

পল্টন এলাকার ফলবিক্রেতা নুরুল ইসলাম বলেন, “হঠাৎ করে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় কয়েক যুবক। কিছু বুঝে ওঠার আগেই তারা দৌড় দিয়ে গলিতে ঢুকে যায়।”

‘সাউন্ড সিস্টেমের’ ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন বলেন, “মামুন নামে একজন শিল্পী আজ বেলা ১২টার দিকে কনসার্টের কথা বলে সাউন্ড সিস্টেম ভাড়া নিয়েছিল।”

আগুন লাগানোর পরে ওই এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে পুলিশ ও স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলে।

Print Friendly, PDF & Email

Related Posts