বিডি মেট্রোনিউজ ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ পার্টির কো-চেয়ারম্যান হিসেবে তার ভাই ও পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরের নাম ঘোষণা করেছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর পার্টি অফিসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
এরশাদ বলেন, ‘আজ থেকেই জিএম কাদের দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আমার অবর্তমানে দলের হালও ধরবেন তিনি।’ এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে জিএম কাদেরসহ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ছিলেন।
এছাড়া পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের কমিটির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের এবং সদস্য সচিব হিসেবে সংসদ সদস্য রুহুল আমীন হাওলাদারের নাম ঘোষণা করেন তিনি।
তবে দলের গঠনতন্ত্রে কো-চেয়ারম্যানের পদ বর্তমানে না থাকায় আগামী এপ্রিল মাসে পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে দলের গঠনতন্ত্রে ওই পদ সংযুক্ত করা হবে বলে জানান এরশাদ।