শেষপর্যন্ত ‍এরশাদের সঙ্গেই সংসদীয় কমিটি

বিডি মেট্রোনিউজ মাত্র এক ঘণ্টার ব্যবধানে নিজেদের অবস্থান থেকে সরে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সিদ্ধান্ত মেনে নিল পার্টির সংসদীয় কমিটি।

মঙ্গলবার বিকেলে সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে বেরিয়ে এসে বিরোধী দলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা এক ঘণ্টা আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেখান থেকে সরে এসেছি। আমরা স্যারের (এরশাদ) সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে এরশাদ ঘোষিত দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও সদ্যঘোষিত মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে সংসদীয় কমিটি  প্রত্যাখ্যান করেছে বলে জানান তাজুল ইসলাম। এসময় তিনি আরো বলেছিলেন, তার (এরশাদের) এ সিদ্ধান্তে একজন এমপিও একমত হননি।

প্রসঙ্গত, গত রোববার রংপুরে এরশাদ তার ভাই জি এম কাদেরকে দলে কো-চেয়ারম্যান করেন। এর একদিন পর দলের অপর একটি অংশ তার স্ত্রী রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেন। এ নিয়েই এরশাদ ও রওশন এরশাদ পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts