বিডি মেট্রোনিউজ, সিলেট ॥ সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মাজারে যান শেখ হাসিনা।
কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সিলেটে আসেন তিনি। এ সময় হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত ও প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর ঘিরে পুরো সিলেট নগরীকে সাজানো হয়েছে মনোরম সাজে।
নগরীর বিভিন্ন সড়কে সংস্কার কাজ হয়েছে। বিভিন্ন এলাকার সড়কদ্বীপে হয়েছে সৌন্দর্যবর্ধন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাগানো হয়েছে শোভাবর্ধনকারী ফুল গাছ। এর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেট ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দিতে সিলেট এসেছিলেন প্রধানমন্ত্রী।