বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ ব্রিজেট নিয়েলসেন আর এলুনা ভার্সে যা বলছেন, তা চমকে ওঠার মতো ব্যাপার, সন্দেহ নেই! তারা বলছেন, ইতিমধ্যেই এলিয়েনদের সন্তানের মা হওয়ার জন্য একটা গোষ্ঠী তৈরি করে ফেলেছেন এই দুই নারী। সেই গোষ্ঠীর নাম হাইব্রিড চিলড্রেন কমিউনিটি। এই গোষ্ঠী পৃথিবীর নারীদের এলিয়েনদের সঙ্গে সেক্স করার জন্য উৎসাহ দেয়। পাশাপাশি, উন্নততর এক হাইব্রিড মানবজাতি গড়ে তোলার কাজেও নিজেদের যুক্ত রাখে।
মজার ব্যাপার, এই ব্যাপারে এলিয়েন পুরুষদের সঙ্গে পৃথিবীর পুরুষদের স্বভাবের একটা সাদৃশ্য আছে। কেউই খুব একটা বয়স্ক মহিলা পছন্দ করে না এ ব্যাপারে। ব্রিজেট আর এলুনা তাই জানিয়েছেন, তাঁদের দলে যাঁরা আছেন, কারওরই বয়স ২২ পেরোয়নি!
কিন্তু, কে এই ব্রিজেট আর এলুনা? কোথায় থাকেন তাঁরা? কী ভাবেই বা ভিন্ন গ্রহের প্রাণীদের সঙ্গে শারীরিক এবং মানসিক সম্পর্ক গড়ে তুললেন তাঁরা?
ব্রিজেট থাকেন আরিজোনার সেডোনায়। অন্য দিকে এলুনা ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস্-এর বাসিন্দা! তাঁদের দাবি, ঠিক যে রকমটা আমরা সিনেমায় দেখি, সে রকমটাই হয়েছে তাঁদের সঙ্গেও। উড়ন্ত চাকতিতে করে এলিয়েনরা এসেছে পৃথিবীতে। এবং, তাঁদের সঙ্গে শারীরিক ভাবে মিলিত হয়ে জন্ম দিয়েছে সন্তানের। তার পর, সন্তানদের নিয়ে তারা ফিরে গিয়েছে নিজেদের গ্রহে। সেখানেই বড় হচ্ছে এই উন্নততর হাইব্রিড মানুষেরা!
ব্রিজেট আরও এক ধাপ এগিয়ে জানিয়েছেন, এলিয়েনদের সঙ্গে সেক্স করা না কি মানুষের চেয়েও সুখকর! এরকম স্বর্গীয় অভিজ্ঞতা তিনি আগে কখনই পাননি! এই ভাবেই ৪টি ছেলে এবং ৬টি মেয়ের জন্ম দিয়েছেন ব্রিজেট।
তা, অন্য গ্রহে থাকা সন্তানদের জন্য মন কেমন করে না এই মায়েদের?
নিশ্চয়ই করে! তবে সন্তানদের সঙ্গে যে তাঁদের নিয়মিত যোগাযোগ আছে, সে কথাটাও জানাতে ভোলেননি এই মায়েরা!
পাশাপাশি, এখন তাঁদের জীবনে রয়েছে শুধুই অপেক্ষা! সন্তানদের জন্য এবং তাদের বাবাদের জন্যও!
নিজের শারীরিক সুখ যদি মানবজাতির ভবিষ্যৎ সুখের কারণ হয়, মন্দ কী! এমনটাই অন্তত বলছেন তাঁরা!
বিশ্বাস না হলে নিচের এই ভিডিওয় সরাসরি শুনে নিন ব্রিজেটের মুখ থেকে!
সূত্র: সংবাদপ্রতিদিন, কলকাতা