বিডি মেট্রোনিউজ॥ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে ‘বিশেষ দূতের’ পদ ছাড়বেন না বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তার সাথে আলোচনা না করে এই পদ ছেড়ে দিয়ে তাকে অসম্মানিত করতে পারি না। অবশ্যই এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমরা আশা করি, দলের স্বার্থে প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন।’
শনিবার রাজধানীর বনানীতে তার কার্যালয়ে দলের নেতাকর্মীরা সাক্ষাৎ করতে গেলে একথা বলেন এরশাদ।
জাপা চেয়ারম্যান বলেন, ‘দলের প্রয়োজনেই আমি কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পদে পরিবর্তন এনেছি। এই পরিবর্তনে সারাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। দল আবার জেগে উঠেছে।’
এসময় উপস্থিত ছিলেন নতুন দায়িত্ব পাওয়া কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার।