খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে কাল

বিডি মেট্রোনিউজ আগামীকাল সোমবার বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। রোববার সুপ্রিম কোর্টের বার ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বলেন, ‘নিয়ম অনুযায়ী আবেদন করেছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। সোমবার বিচারিক আদালতে মামলা করব।’

এদিকে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের কিছু নেই বলে উল্লেখ করেছেন তার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

খন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়া গত ২১ ডিসেম্বর শহীদদের সঠিক তথ্য থাকার বিষয়ে যা বলেছেন তাতে কোনোভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি।

 

 

Print Friendly, PDF & Email

Related Posts