প্রধানমন্ত্রীকে কী বলেছেন রওশন?

বিডি মেট্রোনিউজ প্রধানমন্ত্রীকে কী বলেছেন রওশন? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উৎসুকদের মনে এটাই ঘুরপাক খাচ্ছে এখন। জাতীয় পার্টিতে (জাপা) চলমান সংকট সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করলেন দলটির জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
দলীয় ফোরামে আলোচনা ছাড়া এবং অনেকটা আকষ্মিকভাবেই এরশাদের ছোট ভাই জিএম কাদেরকে দলের কোচেয়ারম্যান ঘোষণা এবং জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে রুহুল আমিন হাওলাদারকে আবারও মহাসচিব করায় দলে সৃষ্ট অস্থিরতার বিষয়টি রওশন তুলে ধরেন বলে জানা গেছে।
সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যখন রওশন বৈঠক করছিলেন তখন এরশাদ এক ফ্লোর নিচে বিশেষ দূত হিসেবে পাওয়া নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন।

এরশাদের সঙ্গে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারও ছিলেন। মাগরিবের বিরতির পরেও প্রধানমন্ত্রীরওশনের বৈঠক চলাকালে হাওলাদারকে নিয়ে এরশাদ অধিবেশন কক্ষে যান। তবে দলে চলমান সংকটে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য এরশাদ গত কয়েকদিন ধরেই চেষ্টা করলেও এখনও সুযোগ পাননি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সময় রওশনের সঙ্গে ছিলেনপানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম ও দলীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন। এই নেতাদের দুজন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন প্রায় ৪০ মিনিট ওয়ানটু ওয়ান বৈঠক করেন। জাপার অন্য নেতারা এ সময় সামনের কক্ষে বসা ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রওশন নিজ কার্যালয়ে ফিরে দলের এমপিদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন।
পরে ওই বৈঠকে উপস্থিত থাকা জাপার এক সংসদ সদস্য জানান রওশন তাদের বলেছেনতিনি মূলত ময়মনসিংহ বিভাগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রসঙ্গক্রমে জাপার বর্তমান অবস্থাসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। বৈঠকে থাকা দলের আরেক জ্যেষ্ঠ এমপি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের বৈঠক ইতিবাচক। বিশেষ করে এরশাদের দুটি সিদ্ধান্ত প্রত্যাহার প্রশ্নে রওশন যে অটল অবস্থান নিয়েছেন সে বিষয়েও প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে রওশন তাকে বলেছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে অধিবেশন কক্ষে এরশাদের সামনেই জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে ধমকিয়েছেন রওশন। ওই সময় উপস্থিত থাকা জাপার একজন সংসদ সদস্য জানান, রওশনের নির্বাচনী এলাকা ময়মনসিংহ জেলা ও মহানগর জাপার কমিটি নিয়ে হাওলাদারের ওপর ক্ষুব্ধ হন রওশন। কারণ মহাসচিব হওয়ার পর হাওলাদার সেখানে রওশনবিরোধী গ্রুপকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন বলে অভিযোগ পেয়েছেন রওশন। এ কারণে হাওলাদারের উদ্দেশে রওশন বলেছেনতুমি বেশি বেড়ে গেছো, তোমার সাহস বেশি হয়ে গেছে। জাপার আরও দুজন সংসদ সদস্যও এই তথ্য নিশ্চিত করেন।
Print Friendly, PDF & Email

Related Posts