ভারতে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত খালেদা

বিডি মেট্রোনিউজ  ভারতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ১২-১৩ মার্চ নয়াদিল্লিতে এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

‘ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০১৬’ নামের এ উৎসবের আয়োজকদের পাঠানো আমন্ত্রণপত্রটি গত রোববার পায় বিএনপি। ওয়ার্ল্ড ফোরাম ইথিকস ইন বিজনেস ও দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন যৌথভাবে এ উৎসবের আয়োজন করছে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন মঙ্গলবার বলেন, ‘ভারতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। ১২ মার্চ থেকে অনুষ্ঠানটি শুরু হবে। মাত্রই আমন্ত্রণপত্র হাতে এসেছে। ওই অনুষ্ঠানে যোগ দেবেন কি না তা আরো পরে জানানো হবে।’

২০১২ সালের শেষ দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ভারত সফরে যান। সে সময় তিনি দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস ও বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।

Print Friendly, PDF & Email

Related Posts