‘বাবলু বেঈমান’

বিডি মেট্রোনিউজ গুলশানের একটি রেস্তোরাঁয় বৃহস্পতিবার জাতীয় পার্টি ঢাকা উত্তরের আয়োজনে দলের নবনিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন এরশাদ।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদারের প্রশংসা এবং সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সমালোচনা করে এরশাদ বলেন, ‘রুহুল আমিন ১৪ বছর দলের মহাসচিব ছিল। কিন্তু আমি তাকে সরিয়ে দেওয়ার পর কোনোদিন আমার বিরুদ্ধে একটি কথাও বলেনি। এই হচ্ছে আনুগত্য, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম। আর একজনকে মহাসচিব করেছিলাম … আমার ভাইকে পদ দেওয়ার কারণে তিনি আমাকে আমার পার্টি থেকে বহিষ্কার করে দিলেন। এটা কোনো কথা হতে পারে?‘

উপস্থিত কর্মী-সমর্থকরা তখন সমস্বরে বলে ওঠেন, ‘ না  না  না বাবলু বেঈমান.. বেঈমান।’

অনুষ্ঠানে ওই প্রসঙ্গ তুলে এরশাদ বলেন, “একটি ঘোষণা এত উৎসাহ জাগাতে পারে, পার্টির মধ্যে জাগরণ সৃষ্টি করতে পারে- তা আমার জানা ছিল না। গোটা রাজনৈতিক জীবনে আমি যদি কোনো ভালো কাজ করে থাকি তাহলে তা হচ্ছে এই ঘোষণা।

Print Friendly, PDF & Email

Related Posts