বিডি মেট্রোনিউজ ॥ বিএনপির কেন্দ্রীয় সম্মেলনের ব্যস্ততার কারণে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারত সফরে যাচ্ছেন না। আগামী ১২ ও ১৩ মার্চ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য গ্লোবাল লিডারশিপ ফোরামের দুদিনের সেমিনারে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনি।
গ্লোবাল লিডারশিপ ফোরামের সেমিনারে অংশ নিতে খালেদা জিয়া ভারত গেলে সেখান থেকে ফিরতে ১৪ মার্চ পর্যন্ত সময় লেগে যাবে। আর ১৯ মার্চ দলের জাতীয় সম্মেলনের তারিখ ঠিক করা হয়েছে।
বিএনপির একজন সিনিয়র নেতা জানান, খালেদা জিয়া দেশে না থাকলে সম্মেলনের আয়োজনে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। কারণ, তিনি সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপকমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন।
এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, নয়াদিল্লির গ্লোবাল লিডারশিপ ফোরামের সেমিনারে বিএনপির চেয়ারপারসনের যোগ দেয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিএনপির জাতীয় সম্মেলনের কারণে ওই সময় তার ঢাকায় থাকা জরুরি।