একটু সুন্দর হাসির জন্য চাই সুন্দর ঠোঁট

বিডি মেট্রোনিউজ ডেস্ক একটু সুন্দর হাসি৷ তা দিয়েই মুহূর্তে আপনি কুপোকাত করে দিতে পারেন তামাম পুরুষ৷ তবে তার জন্য সুন্দর করতে হবে দাঁত ও ঠোঁট৷ আবার ঠোঁট আকর্ষণীয় করে তুলতে দরকার সঠিক মেকআপ ও লিপস্টিক৷ কীভাবে লাগাবেন লিপস্টিক, আর কী রং-ব্যবহার করবেন জেনে নিন৷

যত্ন:মুখমণ্ডলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ঠোঁট৷ যতই দামি লিপস্টক রং মিলিয়ে লাগানো হোক না কেন, ঠোঁট ফাটা থাকলে কোনওটাই ভাল লাগবে না৷ সেই কারণেই ঠোঁটের যত্ন নিন নিয়মিত৷ অলিভ অয়েলে চিনি মিশিয়ে ঠোঁটে স্ক্রাব করুন৷ এতে ফাটা চামড়া উঠে ঠোঁট নমনীয় হবে৷

রোজ রাতে মাখন অথবা মধু ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন৷ এতে ঠোঁটের কালচে ভাব চলে যাবে৷ ব্র্যান্ডেড লিপ বামও ব্যবহার করতে পারেন৷ লিপস্টিক ব্যবহার করলে, নিয়ম মেনে ঠোঁট থেকে তা তুলে ফেলতে হবে৷ না হলে, কেমিক্যালের প্রভাবে ঠোঁটের ক্ষতি হতে পারে৷

অল্প মেকআপ: জন্ম সূত্রে যদি আপনি সুন্দর ঠোঁট পেয়ে থাকেন, তাহলে সেটাই ‘হাইলাইট’ করুন৷ মুখের মেকআপ কম করে ঠোঁটে উজ্জ্বল রং ব্যবহার করুন৷ এতে আপনার সুন্দর ঠোঁটই সকলের চোখে পড়বে৷

সঠিক রং নির্বাচন: গায়ের রং অনুযায়ী লিপস্টিকের রং নির্বাচন খুব জরুরি৷ ধরুন, পছন্দের নায়িকার লিপস্টিকের রং দেখে গ্যাঁটের কড়ি ভালোমতো খসিয়ে একটা ভাল লিপস্টিক কিনে ফেললেন৷ ভাবলেন, বিয়েবাড়িতে আপনাকে দেখে পুরুষেরা ফিদা হয়ে যাবে৷

কিন্তু দেখা গেল ঠিক উল্টো ঘটল৷ নিওন রং-এর লিপস্টক ফ্যাশনে ‘ইন’ হলেও, আপনার গায়ের রং যদি শ্যামবর্ণ হয়, তা হলে কিন্তু মানাবে না৷ ব্রাউন, রাস্ট কালারের রং এক্ষেত্রে ভাল মানাবে৷ উজ্জ্বল শ্যামবর্ণ যাদের তাঁরা গোলাপি, লাল, বেরি রং লাগাতে পারেন৷ যাঁরা ফর্সা তাঁদের লাল, পার্পেল, বেরি রেড ভাল যাবে৷

লিপলাইনার: সাধারণত যে রং-এর লিপস্টিক লাগাচ্ছেন তার চেয়ে কয়েক শেড চড়া রং-এর লিপলাইনার ব্যবহার করা উচিত৷ ঠোঁট বেশি চওড়া হলে একটু ভিতর দিয়ে লিপ লাইনার টানুন৷ আর বেশি পাতলা হলে বাইরে দিয়ে টানুন৷

 

প্রাইমার: লিপস্টক লাগানোর আগে লিপ প্রাইমার ব্যবহার করুন৷ এতে ঠোঁটের খুঁত ঢাকা পড়বে৷ লিপস্টিকের রং-ও ভাল খুলবে৷

মাঝখান থেকে পরুন: লিপস্টিক লাগান ঠোঁটের মাঝখান থেকে৷ সামান্য মুখ ফাঁক করে ঠোঁটের দু’পাশেও ভাল করে লিপস্টক লাগিয়ে নিন৷

বেশিক্ষণ রাখতে: অনেকেরই সমস্যা, কিছুক্ষণ পর থেকেই লিপস্টক হালকা হতে শুরু করে৷ সেক্ষেত্রে খুব বেশি করে লিপস্টিক লাগিয়ে টিস্যু পেপার চেপে ধরুন৷ উপর দিক থেকে পাওডার দিন৷ তারপর টিস্যু পেপার তুলে আবার লিপস্টিক লাগান৷ এতে লিপস্টক ঠোঁট থেকে সহজে উঠবে না৷

Print Friendly, PDF & Email

Related Posts