ফুলটি দেখতে অনেকটা গোলাপের মতো

12565576_10153986280953939_2517602795313396690_n

মতিন রায়হান

বাংলা একাডেমি

পুষ্পগাথা পুষ্পকথা : ৪৬

সে থাকে বিশদ মনে, কবির পরানে
ঢাকার বলদা গার্ডেন থেকে কোলকাতার ট্রামে
কিংবা দার্জিলিংয়ের গিরিঘেঁষা সাঁওতাল পল্লিতে
উপেক্ষার আগুন জ্বলে অদৃশ্য চুলায়
সাঁওতাল যুবতী জানে না
পথ চলতে চলতে কী করে ভালোবাসা
মরুপথে গড়ায়
যে থাকে সে থাকে, যে যায় সে হারায় !

… … … … …

ক্যামেলিয়া 

ফুলটি দেখতে অনেকটা গোলাপের মতো | আমাদের দেশের বাগানে এটি অনেকটা দুষ্প্রাপ্য | রবীন্দ্রনাথ ঢাকার বলদা গার্ডেনে ক্যামেলিয়া ফুলটি প্রথম দেখে খুবই আকৃষ্ট হন | এটি ১৯২৬ সালের ফেব্রুয়ারির কথা | সেটাই ছিল তাঁর শেষবারের মতো ঢাকায় আগমন |

তারপর কলকাতায় ফিরে ১৩৩৯ বঙ্গাব্দের ২৭ শ্রাবণ তিনি লেখেন ‘ক্যামেলিয়া’ কবিতাটি | যা তাঁর ‘পুনশ্চ’ কাব্যে স্থান পেয়েছে |

পরে এই বিখ্যাত কবিতাটি নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রও | রবীন্দ্রনাথের স্মৃতিধন্য বলদা গার্ডেনের ‘ক্যামেলিয়া হাউস’-এ এখনো রয়েছে অনেক ক্যামেলিয়া গাছ |

আমাদের দেশে এটি গুল্মজাতীয় উদ্ভিদ | এর উচ্চতা ৬-১২ ফুট | চিরসবুজ এই গাছটির পাতা ডিম্বাকৃতি, মসৃণ, উজ্জ্বল ও কিনারা করাতের মতো সামান্য খাঁজকাটা | ফুল একক বা যুগ্ম দুরকমই হতে পারে | ফুল গন্ধহীন লাল, সাদা বা গোলাপি হয়ে থাকে |উষ্মমণ্ডলীয় আবহাওয়ায় ছায়াময় স্থান এর পছন্দ |

ক্যামেলিয়া বসন্তের ফুল হলেও শীতেই ফুটতে শুরু করে | পাশ্চাত্যে বিয়েতে সাদা ক্যামেলিয়া উপহার হিসেবে দেওয়ার রীতি চালু আছে | সারা বিশ্বে এর প্রজাতি সংখ্যা প্রায় ৪৫ | গুটিকলমের মাধ্যমে এর বিস্তার ঘটে | চায়ের মতো কুঁড়ি থেকেও চারা করা যায় |

এটি মজাদার পানীয় তৈরিতে ব্যবহৃত হয় | ক্যামেলিয়া ঠান্ডাজনিত সমস্যা দূর করে এবং স্নায়বিক প্রশান্তি আনে | এর আদিনিবাস জাপান ও কোরিয়া |
… … … … …

তথ্যসূত্র : উইকিপিডিয়া ও বিভিন্ন বইপত্র
ছবি : ইন্টারনেট

Print Friendly, PDF & Email

Related Posts