বর্ষবরণের রাতে ছোট জামা চলবে না

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নারীদের ‘নিরাপদে’ রাখতে বিশেষ ব্যবস্থা পুলিশের৷ বর্ষবরণের রাতে কোনও নারী ছোট জামা কাপড় পরতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছে গুজরাটের পুলিশ৷ শুধু তাই নয়, নারীদের কি করা উচিত ও কি করা উচিত নয়, তার ওপরেও একটা তালিকা তৈরি করা হয়েছে৷

এই নির্দেশিকায় স্পষ্ট ‘সংস্কারি’ হয়ে চলা উচিত মেয়েদের, এমনই বোঝাতে চাইছে পুলিশ৷ পুলিশ কমিশনার অনুপম সিং গেহলটের নেতৃত্বে তৈরি করা হয়েছে এই নির্দেশিকা৷ যেখানে বলা হয়েছে বর্ষবরণের রাতে স্বল্প দৈর্ঘ্যের পোশাক পরে কোনও নারী বের হতে পারবেন না বা পার্টি করতে পারবেন না৷

এই নির্দেশিকা মূলত জারি করা হয়েছে ৩১ডিসেম্বর রাতের জন্য৷

ছেলেদের জন্যও রয়েছে বিধিবদ্ধ সতর্কীকরণ৷ যেমন মদ্যপান করে গাড়ি চালানোর ওপরে নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণহীন গতিতে গাড়ি চালানোর প্রবণতা ত্যাগ করা ইত্যাদি৷

নির্দেশিকায় বলা হয়েছে ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি রাতে লাউডস্পিকারে গান বাজানো যাবে না৷ রাত দশটার পরে শব্দবাজী ফাটানো যাবে না৷ পার্টির আয়োজকদের সিসিটিভির বন্দোবস্ত করতে হবে৷ প্রয়োজনীয় নিরাপত্তারক্ষী রাখতে হবে বলেও জানানো হয়েছে পুলিশের জারি করা এই নির্দেশিকায়৷

তবে মেয়েদের জন্য বিশেষ নির্দেশের সংস্থান করা হয়েছে৷ বলা হয়েছে, শরীর প্রদর্শন করে এমন জামা কাপড় পরা যাবে না, যা অশ্লীল বা অশোভন দেখতে লাগে৷ কারণ তাতে মেয়েদেরই বিপদ হওয়ার সম্ভাবনা বেশি৷ তবে ঠিক কোন ধরণের জামা কাপড় অশোভন, তা বিস্তারিত কিছু বলে দেওয়া হয়নি পুলিশের নির্দেশিকায়৷ পুলিশের এই নীতিপুলিশি মেনে নিতে পারছেন না কেউই৷ ফলে স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে৷

প্রশ্ন উঠছে এই ধরণের নির্দেশিকা জারি করে কি দায় এড়াতে চাইছে পুলিশ? সেই অভিযোগ উড়িয়ে বর্ষবরণের রাতে শহরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে৷ শহর জুড়ে থাকছে ৪০টি চেকপোস্ট ও শহর জুড়ে ১০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন বলে জানানো হয়েছে৷

কলকাতা২৪

Print Friendly, PDF & Email

Related Posts