বিএনপির ষষ্ঠ কাউন্সিলের স্লোগান ও লোগো প্রকাশ

বিডি মেট্রোনিউজ দলের ষষ্ঠ কাউন্সিল উপলক্ষে স্লোগান ও লোগো প্রকাশ করেছে বিএনপি। কাউন্সিলের স্লোগান হচ্ছে, ‘দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে একটি রেস্তোরাঁর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে লোগো ও স্লোগান প্রকাশ করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু কাউন্সিলের স্লোগান ও লোগো উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিএনপির বাইরে দলটির ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন আলাদাভাবে নিজেদের স্লোগান তুলে ধরে। অনুষ্ঠানে জানানো হয়, আগামীকাল শুক্রবার থেকে কাউন্সিল উপলক্ষে প্রচার শুরু করবে বিএনপি। পোস্টার, ফেস্টুন, কার্ডের বাইরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেও প্রচার চালানো হবে।

অনুষ্ঠানে কাউন্সিল উপলক্ষে গঠিত ব্যবস্থাপনা ও প্রচার-প্রকাশনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা এখন অন্ধকারে আছি, অন্ধকার থেকে আলোতে যেতে চাই। গণতন্ত্র নিখোঁজ হয়ে গেছে, নিখোঁজ গণতন্ত্র খুঁজে বের করে তা পুনঃপ্রতিষ্ঠিত করব।’

Print Friendly, PDF & Email

Related Posts