যেভাবে উদ্বোধন হলো বিএনপির ষষ্ঠ কাউন্সিল

বিডি মেট্রোনিউজ দুর্নীতি দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বিএনপির বহুল কাঙ্ক্ষিত ‘পরিবর্তনের কাউন্সিলে’র উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তিনি দলের ষষ্ঠ কাউন্সিল উদ্বোধন করেন।

এর আধা ঘণ্টা আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটে পৌঁছালেও নেতা-কর্মীদের ভিড়ের কারণে মঞ্চে উঠতে দেরি হয়।

কাউন্সিলের উদ্বোধনের সময় জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীনসহ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মী জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।

এরই মধ্যে আমন্ত্রিত অতিথি দলের শীর্ষ নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরা কাউন্সিলে অংশ নিয়েছেন। যদিও ভোর থেকে কাউন্সিলস্থল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে আসতে শুরু করেন দলের কাউন্সিলর, ডেলিগেট এবং নেতা-কর্মীরা। নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা রূপ নেয় জনসমুদ্রে। নেতা-কর্মীদের মাঝে দেখা গেছে অন্য রকম এক উন্মাদনা। কাউন্সিলকে সামনে রেখে ঝিমিয়ে পড়া বিএনপিতে যেন প্রাণের ছোঁয়া লেগেছে।

বিএনপি নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান উপস্থিত হয়েছেন।

এ ছাড়া বিএনপি নেতাদের মধ্যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, ড. ওসমান ফারুক, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার প্রমুখ উপস্থিত রয়েছেন।

বিএনপি নেতাদের পাশাপাশি ২০ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত আছেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত বিদেশে অতিথি উপস্থিত হয়েছেন। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।

 

Print Friendly, PDF & Email

Related Posts