‘বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন প্রয়োজন’

বিডি মেট্রোনিউজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি বলেছেন, মানবিক মূল্যবোধের অবয় রোধে বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন প্রয়োজন। তিনি বলেন, বঙ্গবন্ধু সর্বোৎকৃষ্ট গুণাবলীর অধিকারী ছিলেন। তিনি আজীবন মানবতার কল্যাণে কাজ করেছেন। মানবিক গুণাবলী সম্পন্ন জাতি গঠন করতে শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। ২৪ মার্চ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০১৬ উপলে জাতীয় প্রেসকাব মিলনায়তনে (৩য় তলা) সকাল ১১ টায় ‘মানবিক মূল্যবোধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) অধ্যাপক ড. এ.কে. আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, কবি কাজী রোজী এম.পি, সেক্টর কমান্ডার্স মুক্তিযুদ্ধ ৭১ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান লেঃ জেনাঃ (অবঃ) এম. হারুন অর রশীদ বীরপ্রতীক।

অধ্যাপক ড. এ.কে. আজাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির জন্য অবশ্য পালনীয়। তিনি বলেন, ভাল মানুষ হতে হলে বঙ্গবন্ধুর আদর্শ জীবনের দৈনন্দিন কাজে প্রয়োগ করতে হবে।

বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, সুখী-সমৃদ্ধ জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধুর গুণাবলী প্রত্যেক মানুষের জীবনে অপরিহার্য।

কবি কাজী রোজি এম.পি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সৃজনশীল নান্দনিক মানুষ ছিলেন। তিনি একজন উজ্জ্বল ও অনুসরণীয় ব্যক্তিত্ব।

এম. হারুন অর রশীদ বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অভিন্ন। তিনি আ’লীগসহ সকল রাজনৈতিক দলকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে লায়ন গনি মিয়া বাবুল বলেন, বঙ্গবন্ধুর গুণাবলী দেশের সর্বস্তরে বাস্তবায়নের ল্েয সরকারি উদ্যোগে একটি পূর্ণাঙ্গ বঙ্গবন্ধু গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। তিনি বঙ্গবন্ধু চর্চা বাড়ানোর ল্েয দেশের সকল স্তরে বঙ্গবন্ধুর আত্মজীবনী আরো অধিক পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সহযোগিতায় প্রকাশিত ‘রাষ্ট্র নায়ক শেখ হাসিনা : তুমি বাঙালি জাতির অহংকার’ ‘মহান নেতা বঙ্গবন্ধু’ ‘এক জনক এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts