আলমগীর কবির পলাশ ॥ বাংলাদেশের আধুনিক ফ্যাশনের অন্যতম পথিকৃত ফ্যাশন হাউজ ‘নগরদোলা’। দেশিয় সংস্কৃতিকে চেতনায় ধারণ করে নিত্য নতুন ডিজাইনে ‘নগরদোলা’ আধুনিক পোশাকের প্রচার ও প্রসারে কাজ করে আসছে বিগত নয় বছর যাবৎ।
২ এপ্রিল ‘নগরদোলা’র নবম জন্মবার্ষিকী ও বৈশাখ উৎসব ১৪২৩ উদযাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির ধানমন্ডি আউলেটে এক বর্ণিল আনন্দ অনুষ্ঠান ও পোশাক প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
বেলা ১১টায় দিনব্যাপী এই আনন্দযজ্ঞের উদ্বোধন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন-‘নগরদোলা দেশিয় পোশাকের বাজারে তার অবস্থান দৃঢ় করেছে। বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আমাদের স্থানীয় ডিজাইন নিয়ে বৈচিত্রময় পোশাকই তৈরি করে আসছে। নয় বছর পার করে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি সবার ভালোবাসা ও সহযোগীতা নিয়ে। আমি আশা করি, আগামী দিনগুলিতেও আমরা আপনাদের পাশে পাবো।’
স্বাধীনতার ৪৪ বছরপূর্তিতে এবারের বৈশাখ উৎসব হবে অন্যান্যবারের তুলনায় আরো রঙিন ও তাৎপর্যময়। এ বছরের বৈশাখ উৎসবকে সামনে রেখে তাই ‘নগরদোলা’ নিয়ে এসেছে আকর্ষণীয় নতুন সব কালেকশন। বৈশাখের রঙ লাল-সাদাকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে পোষাকগুলো।
বৈশাখের নতুন আয়োজন নিয়ে নগরদোলার পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘এবছর আমরা স্বাধীনতার ৪৪ বছর উদযাপন করছি। বৈশাখ উদযাপনে স্বাধীনতার ৪৪ বছর পূর্তি অন্য আবহ তৈরি করবে বলে মনে করি। বৈশাখকে সামনে রেখে আমরা এবার বেশ কিছু নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়েছি। আমাদের এবারের বিশেষ বৈশিষ্ট্য হলো, আমরা একই কাপড়ে ও ডিজাইনে পুরো পরিবারের সবার জন্য পোশাক তৈরি করেছি। একই রকম কাপড়ে কেউ চাইলে পরিবারের সবাইকে নিয়ে বৈশাখ উদযাপন করতে পারবেন। এছাড়া তরুণদের কথা প্রাধান্য দিয়েই এবার পোশাকের ডিজাইন করা হয়েছে। তাঁতের কটন কাপড়ের ওপর জোর দিয়েছি। বিশেষ পোশাকের মধ্যে রয়েছে নতুন ডিজাইনে স্লিভলেস ফতুয়া। ছেলে-মেয়ে সবার কথা মাথায় রেখে বৈশাখ উপলক্ষে আমরা এনেছি বেশ কিছু নতুন ধূতি। সব বয়সি মানুষ নগরদোলা থেকে তার পছন্দের পোশাক ক্রয় করতে পারবেন বলে আমি মনে করি।’
দেশ বরেণ্য ফ্যাশন ব্যক্তিত্ব, মডেল, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আড্ডায় আর আনন্দে ‘নগরদোলা’র নবম জন্মবার্ষিকী ও বৈশাখ উৎসব উদযাপন অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত।
এছাড়া পোশাক প্রদর্শণীতে নগরদোলার নিয়মিত ক্রেতা ও সাধারণের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।