বিডি মেট্রোনিউজ॥বিএনপির মহাসচিবের পদ ছাড়া দল ও সহযোগী সংগঠনের অন্য সব দায়িত্ব ছেড়ে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্প্রতি সংশোধিত বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ‘এক ব্যক্তি এক পদ’ চালু করতে দলের ঠাকুরগাঁও জেলা সভাপতি ও জাতীয়তাবাদী কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি থেকে পদত্যাগ করেন তিনি। রোববার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে পদ দুটি থেকে অব্যাহতি চেয়ে চিঠি দেন মির্জা ফখরুল।
তার দুটি চিঠির অনুলিপি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা পড়েছে বলে দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
দীর্ঘ ৫ বছর মহাসচিবের ‘ভারপ্রাপ্ত’ দায়িত্ব পালন করার পর গত ৩০ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব করেন খালেদা জিয়া; তার সঙ্গে রুহুল কবির রিজভী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মিজানুর রহমান সিনহা কোষাধ্যক্ষ পদ পান।
পরদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন মহাসচিব বলেন, “এক ব্যক্তি এক পদ- আমি এটা শুরু করব। আমি ইতিমধ্যে আমার জেলায় ব্যবস্থা নিয়েছি এবং কৃষক দলেও আমি ব্যবস্থা নিচ্ছি। “আজকে কাজ শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।”
ওই প্রতিশ্রুতির দেওয়ার চার দিনের মধ্যে তার ওই দুটি পদ ছাড়ার ঘোষণা এলো।