অনুরণন // শাহ মতিন টিপু

সূর্যোদয় আর সূর্যাস্তে গুনে গুনে পঞ্চাশে
তেমন কিছুই কি যায় আসে, যদি সেই
শৌর্যবীর্যে মস্তক উর্ধ্বে না যায় রাখা অনায়াসে।

যদি দুঃস্বপ্নই ভাসে স্বপ্নমাখা দুচোখে তোমার,
যদি ভেঙে যেতেই থাকে তনুমন
যদি ভেতরের সব অনুরণনই যায় ডুবসাঁতার
যদি ভোরের সতেজ রোদ হয়ে ওঠে আভাহীন
যদি জীবনটাই হয়ে যায় বর্ণছাড়া রঙহীন
যদি বিমুখ হয় ভালবাসা বয়ে চলা প্রিয় ফুলপাখি
তবে সে অযুত দুঃখ বলো কোথা রাখি।

দুঃখে দুঃখে যার আপাদমস্তকে এতো মাখামাখি
এতো বেদনা যার অলিগলি জুড়ে গড়াগড়ি যায়
কিবা আসে যায় তার পঞ্চাশ-ষাটে, জীবনের
ঘাটে ঘাটে বিপদের কালোছায়া ওৎ পেতে যার-

বঞ্চনাই যার অতি আপন পরিবার-পরিজন,
তাকে বলো কী আর আছে এমন দেখাবার!

Print Friendly

Related Posts