হস্তশিল্পের অগ্রগতি ও জাতীয় কারুপণ্য প্রদর্শনী ২০২৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফ্ট) এর যৌথ আয়োজনে “হস্তশিল্পের অগ্রগতি ও জাতীয় কারুপণ্য প্রদর্শনী ২০২৩ বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বাংলা ক্রাফ্ট অফিস মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন- ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমান, ইপিবি পরিচালক (তথ্য ও প্রকাশনা) মাহমুদুল হাসান, ইপিবি পরিচালক কুমকুম সুলতানা ও ইপিবির প্রাক্তন পরিচালক মো. আব্দুর রৌফ।

সেমিনারটি পরিচালনা করেন বাংলাক্রাফ্ট এর সভাপতি এস. ইউ. হায়দার।

এ ছাড়াও সেমিনারে বাংলাক্রাফ্ট এর পরিচালক ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts