২৫ ডিসেম্বর রবিবার দ্যা ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক অর্থকণ্ঠের ২৩ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি এমপি। অনুষ্ঠানে অর্থকণ্ঠের বিশেষ সংখ্যা ‘বাংলাদেশে শিল্পায়নের স্মরণীয় মহানায়ক’ এর মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘Arthakantha Business Excellence Award-2022’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ এডিটর রফিকুল ইসলাম রতন। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা সম্পাদক ডা. মাহবুব জাহান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠাতা ও প্রকাশক এনামুল হক এনাম।
বক্তরা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তা ব্যবসায়ীরা ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। বলতে গেলে এ দেশের বেসরকারি খাতই হচ্ছে দেশ ও জাতীর উন্নয়নের ব্লাড লাইন। দেশে আজ যে ব্যাপক শিল্পায়ন সম্ভব হচ্ছে এর পেছনে উদ্যোক্তা ব্যবসায়ীদের ভূমিকাই প্রধান। অথচ তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় না। সে ক্ষেত্রে প্রায় প্রতি বছরই ‘সাপ্তাহিক অর্থকণ্ঠ’ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে যারা তাদের ব্যবসার মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে সুপ্রতিষ্ঠিত করছেন তাদেরকে মূল্যায়ন করে থাকে। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান উদ্যোক্তা ব্যবসায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অর্থকণ্ঠ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ প্রাপ্তরা হলেন, বঙ্গরত্ন এবং লিজেন্ড অব বাংলাদেশ অর্জন করেছেন ড. কালি প্রদীপ চৌধুরী, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আইইই-এর প্রফেসর সাইফুর রহমান, ডিজিটাল ক্ষেত্রে বেস্ট গ্লোবাল ডিজিটাল স্কিলস ইনোভেশন অ্যাওয়ার্ড পেলেন আজিজ আহমেদ, শ্রেষ্ঠ আন্তর্জাতিক বিজনেস লিডার ইকবাল আহমেদ ওবিই, বেস্ট ফ্রেগনেন্স কোম্পানি জিএফবি গ্রুপ ইন্ডাস্ট্রি-এর চেয়াম্যান গোলাম ফারুক ভূঁইয়া, শ্রেষ্ঠ আউটস্ট্যান্ডিং এডুকেটর ড. গোলাম এম মাতবর, বেস্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে সিঙ্গাপুর চেম্বারের মো. শাহিদুজ্জামান, ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী পেয়েছেন শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা পুরস্কার, শ্রেষ্ঠ আইটি প্রফেশনাল- অ্যামাজন ওয়েব সার্ভিসেসের মো. মাহদী-উজ-জ্জামান, শ্রেষ্ঠ পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে এনকে সফট কর্পোরেশনের এমডি জন শাখাওয়াত চৌধুরী, শ্রেষ্ঠ ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন আন্তর্জাতিক পরিবেশবাদী রায়হানুল ইসলাম চৌধুরী, হসপিটালিটি প্রেফেশনাল ব্যবসায়ে শেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোটের সিইও মো: সাখাওয়াত হোসেন, শ্রেষ্ঠ ঋণ সংগঠকের অ্যাওয়ার্ড পেয়েছেন এএইউএস মর্টগেজের মাহবুবুর রহমান ভূঁইয়া, খাদ্য শিল্পে অ্যাওয়ার্ড অর্জন করেছেন নিউ ইয়র্কের খলিল বিরিয়ানি হাউজের শেফ এবং সিইও খলিলুর রহমান, শ্রেষ্ঠ আইটি কোম্পানি থ্রি এস গ্রুপ অব কোম্পানির জাহেদ আজম সায়েম, শ্রেষ্ঠ প্রপার্টিজ ম্যানেজমেন্টের অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা হোমের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, শ্রেষ্ঠ এনআরবি প্রফেশনাল হিসেবে ব্যরিস্টার মো: মনোয়ার হোসেন, শ্রেষ্ঠ অনুপ্রেরণামূলক শিক্ষাবিধ হিসেবে লায়ন এমকে বাশার, শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা হিসেবে রুপায়ন গ্রুপের কো- চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, শ্রেষ্ঠ উদ্ভাবনী কোম্পানি কনফিগ ভিআর-এর রুদমিলা নওশীন, শ্রেষ্ঠ এনআরবি ব্যাংকার কানাডিয়ান ইনসলভেন্সি রিস্ট্রাকচারিং প্রফেশনাল নাসরিন খান, শ্রেষ্ঠ বিজনেস কম্যুনিটি হেলথ ড. ওয়ালি তাসার উদ্দিন, শ্রেষ্ঠ পারফিউম উৎপাদন কোম্পানি টিএসি পারফিউমের উদ্যোক্তা ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী, শিক্ষা ক্ষেত্রে শ্রেষ্ঠ উদ্যোক্তা এসএসবিসিএলের সুমন তালুকদার, শ্রেষ্ঠ পাওয়ারফুল উদ্যোক্তা কালিয়ার রেপ্লিকা লিমিটেড ও একমি গ্রুপের তাসনিম সিনহা, রিয়েল এস্টেট খাতে শ্রেষ্ঠ কোম্পানির মোহাম্মদ মওলা দিলু, শ্রেষ্ঠ এনআরবি উদ্যোক্তা মাইলস্টোন ইনকের মনির হোসেন, বেস্ট আইটি প্রফেশনাল ইন্টেল কর্পোরেশের ডিরেক্টার ইজি হোসেন, ডিজিটাল ন্যাশন বিল্ডার অ্যাওয়ার্ড পেয়েছেন ফাইবার হোমের চেয়ারম্যান ময়নুল হক সিদ্দিকী, বেস্ট আইটি প্রফেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিকেট পয়েন্টের ফাউন্ডার কাজী জামান, শ্রেষ্ঠ হীরা এবং গহনা ম্যানুফ্যাকচারের ডায়মন্ড ওয়ার্ল্ড এর দিলীপ কুমার আগারওয়ালা, ডায়নামিক সার্টিফাইয়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ চিশতি, শ্রেষ্ঠ মহিলা উদ্যোক্তা কনা রেজা, শ্রেষ্ঠ এনআরবি প্রফেশনাল জাহাঙ্গীর হক রাজ, এনআরবি হেলথ সেক্টরে জেএএস মেডিকেলের ডা. সুলতান সালাহউদ্দিন আহমেদ এবং শ্রেষ্ঠ ইনফরমেশন টেকনোলজিতে বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর ডা. বিকর্ণ কুমার ঘোষ।