স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই

নগর পরিকল্পনাবিদ বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন আর নেই।

রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেড এর সাবেক সাধারণ সম্পাদক মিজান উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (সোমবার) বাদ জোহর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে উনার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন। চোখের কর্ণিয়া দান করেছেন সন্ধানীকে।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। হার্টের রুগী ছিলেন। হৃদয়ে বেশ কয়েকটি রিং পড়ে ছিলেন। দুই মাস ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সামনে বসবাস করতেন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেড এর সাবেক সভাপতি ছিলেন। সম্মিলিত ক্রীড়া পরিবারের আহবায়ক ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন। রাজধানী উন্নয়ন কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সহ সভাপতি ছিলেন।

তিনি বীর মুক্তিযোদ্ধা হলেও কখনো সার্টিফিকেট নেননি। ঢাকায় গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করেছেন ১৯৭১ সালে।
জীবনাচরণে খুব ভাল মানুষ ছিলেন। সবসময়ই সঠিক কথা বলার চেষ্টা করতেন।নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।

সূত্র: কাজী ইমরুল কবির সুমন

 

বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন লাইফ সাপোর্টে
Print Friendly

Related Posts